ঢাবির জাল সনদ তৈরি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ আটক ৩
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ১০:০৬ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২০, ১০:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট ও জাল সিল প্রস্তুতকারী জালিয়াতি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ চক্রটি ঢাবির সঙ্গে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সনদ-সিল জালিয়াতির সঙ্গেও জড়িতে বলে জানা গেছে। আজ সোমবার সন্ধ্যায় সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার কামরুজ্জামান মো. সালাম (৫৭), তার স্ত্রী রুমিনা আক্তার (৪০) ও সহযোগী মো. মাহমুদুল হাসান সোহাগ (৩৩)। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৬৭টি জাল সনদ ও ৯টি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সিল উদ্ধার করা হয়।
সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিসানুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার সিআইডি ঢাকা মেট্রো-পূর্ব টিম এই চক্রের মূলহোতা কামরুজ্জামান ও তার স্ত্রী রুমিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার ডেমরা থানার সারুলিয়া বাজারে সাকসেস কোচিং সেন্টার থেকে সহযোগী মাহমুদুল হাসান সোহাগকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, অধিক লাভবান হওয়ার উদ্দেশ্যে প্রতারণা করে ঢাবি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোড ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা-প্রতিষ্ঠানের জাল সনদ তৈরি করতেন।
এএসপি জিসানুল হক জানান, গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট তৈরি ও জাল সিল মোহর ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন। তাদের চক্রের আরও সদস্যদের বিষয় তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।