প্রথম দিনের অনলাইন ক্লাসে ৯০ শতাংশ উপস্থিতি পেয়েছে চবি
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:২১ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:২১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রথম দিনের অনলাইন ক্লাসে ৬০-৯০ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অনুষদের ডিন। অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপস ব্যবহার করে এ অনলাইন ক্লাসে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, বিজ্ঞান অনুষদ থেকে প্রায় সব বিভাগ অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের উপস্থিতি হার প্রায় ৯০ পার্সেন্ট। আমি আমার বিভাগে প্রথম বর্ষে ক্লাস নিয়েছি ৯৬ জন শিক্ষার্থী উপস্থিত পেয়েছি।
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ বলেন, অনলাইন ক্লাস কেবলমাত্র শুরু হলো। খবর পাচ্ছি প্রায় সব বিভাগের পুরোদমে ক্লাস নেওয়া শুরু করছে। আমিও আমার বিভাগে ক্লাস নিয়েছি। প্রথমদিকে প্রায় ৬০-৭০ পার্সেন্ট শিক্ষার্থী উপস্থিতি ছিল।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অনলাইন ক্লাসে প্রায় সকল অনুষদ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা এ অনলাইন ক্লাসের মাধ্যমে কাটিয়ে উঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. শিরীণ আখতার।
উপাচার্য বলেছেন, করোনাভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে সরকারী নির্দেশনা মোতাবেক দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আজ থেকে অনলাইন ক্লাশ শুরু হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম সফল হবে এবং শিক্ষার্থীরাও অনলাইন ক্লাশে অংশগ্রহণের মাধ্যমে ক্ষতি কাটিয়ে ওঠতে সক্ষম হবে।