অনলাইন ক্লাসের মাধ্যমে ক্ষতি কাটিয়ে উঠবে শিক্ষার্থীরা: চবি উপাচার্য

উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. শিরীণ আখতার
উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. শিরীণ আখতার  © ফাইল ফটো

করোনাভাইরাসেরে কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা এ অনলাইন ক্লাসের মাধ্যমে কাটিয়ে উঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. শিরীণ আখতার।

আজ রবিবার দুপুরে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সকল অফিস প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

চবি উপাচার্য বলেন, করোনাভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে সরকারী নির্দেশনা মোতাবেক দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আজ থেকে অনলাইন ক্লাশ শুরু হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম সফল হবে এবং শিক্ষার্থীরাও অনলাইন ক্লাশে অংশগ্রহণের মাধ্যমে ক্ষতি কাটিয়ে ওঠতে সক্ষম হবে।

উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে সকল অফিস প্রধানদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, অফিস প্রধানবৃন্দ হলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম চালিকা শক্তি। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও গতিশীল করতে অফিস প্রধানদের অধিকতর কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখার আহবান জানান।

অধ্যাপক শিরীণ আখতার বলেন, অফিস প্রধানবৃন্দ যতবেশি সক্রিয় হবেন তাঁদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীবৃন্দও অধিকতর সক্রিয় থাকবেন। কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসা-যাওয়ার ব্যাপারে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে অফিস প্রধানদের আরও একটু সজাগ দৃষ্টি রাখতে হবে।

সভায় সূচনা বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্ণিংয়ের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান ও প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।


সর্বশেষ সংবাদ