যৌন হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ছাত্র ফেডারেশনের

  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) টিএসসিসির উপ-পরিচালক রাবিকুল ইসলাম রবিনে বিরুদ্ধে ওঠা যৌন নীপিড়নের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন। তদন্ত ও বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তারা মানববন্ধন করে।

সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, মহানগর শাখার সম্পাদক জিন্নাত আরা, সাবেক আহ্বায়ক ইয়াসির আরাফাত। এতে সভাপতিত্ব করেন রাবি শাখার সভাপতি আশরাফুল আলম সম্রাট।

ছাত্র ফেডারেশনের মানববন্ধন

এসময় ড. আমিরুল ইসলাম কনক বলেন, যৌন নীপিড়নের ফলে একজন নারীর মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হয়। বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় এমন ঘটনা সুষ্ঠু জ্ঞান চর্চার পথকে বাধাগ্রস্থ করে। ফলে আমি এর দ্রুত তদন্ত আশা করি।

জিন্নাত আরা সুমু বলেন, এই অভিযোগসহ বিগত সময়ে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতি চর্চার নিরাপদ পরিবেশ বজায় রাখা প্রশাসনের দাযিত্ব।

মহব্বত হোসেন মিলন বলেন, সাম্প্রতি আলোচিত যৌন নিপীড়নের ঘটনাসহ বিগত সময়ের সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষিকে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন বিগত সময়ের মতো তদন্তের নামে প্রহসন বা সময় ক্ষেপন করলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর ছাত্র আন্দোলনে যেতে বাধ্য হবে।


সর্বশেষ সংবাদ