শতবর্ষের মনুমেন্ট তৈরিতে ১৫ কোটি টাকা পেল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে মনুমেন্ট নির্মাণে ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে গবেষণার জন্য বিশেষ বরাদ্দ দাবি করেছিলাম। উপাচার্যের সহযোগিতায় মন্ত্রণালয় আমাদের ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের মনুমেন্ট তৈরিতে ১৫ কোটি টাকা দিয়েছে।

এর আগে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সভায় বিশেষ বরাদ্দ পাওয়ার বিষয়টি জানান উপাচার্য মো. আখতারুজ্জামান। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ অনুষদগুলোর ডিন, বিভাগগুলোর চেয়ারম্যান, ইনস্টিটিউট-গবেষণাকেন্দ্র ও ব্যুরোগুলোর পরিচালকেরা যুক্ত ছিলেন।


সর্বশেষ সংবাদ