করোনামুক্ত চবি উপাচার্য
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৯:২৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২০, ০৯:৫৯ PM
করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। আজ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এর আগে সোমবার (১৩ জুলাই) উপাচার্য করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, গত ৪ দিন আগে উপাচার্য ম্যামসহ তার পরিবারের সবাই করোনামুক্ত হয়েছেন। তবে তাঁর স্বামীর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া অন্য সদস্যদের নিয়ে উপাচার্য বাসভবনে ফিরে এসেছেন। ওনারা আরো কিছুদিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
জানা গেছে, গত ১১ জুলাই উপাচার্যের নমুনা পরীক্ষার ফলাফলে তার মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের ৭ সদস্য করোনাভাইরাস শনাক্ত হয়। এসময় উপাচার্যের সঙ্গে তার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরী ও মেয়ে রিফাত মোস্তফাও সিএমএইচে ভর্তি হন।
মেয়ে ও তিন নাতি-নাতসহ উপাচার্য করোনা থেকে মুক্ত হলেও উপাচার্যের স্বামী মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে আছেন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জনের। মোট মারা গেছেন ২ হাজার ৮৩৬ জন।