লোকজ সাংস্কৃতিক সংগঠনের প্রথম কেন্দ্রীয় কমিটি

  © টিডিসি ফটো

বাঙালির হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে চর্চা ও গবেষণার মাধ্যমে পুনরুজ্জীবিত করার লক্ষ্যকে সামনে রেখে গঠিত হয় প্রান্তিক মানুষের সংগঠন লোকজ সাংস্কৃতিক সংগঠন। ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মুক্তমঞ্চ থেকে বিশ্ববিদ্যালয়ের বেশকিছু মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয় সংগঠনটি।

সংগঠনটি প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে ১৪ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) একটি অডিও কনফারেন্সে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মারুফ। তিনি চবির নাট্যকলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ভারতের হায়দ্রাবাদে ওসমানীয়া বিশ্ববিদ্যালয়ে থিয়েটার আর্টস নিয়ে অধ্যয়নরত আছেন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চবির চারুকলা ইনিস্টিউটের পরিচালক প্রফেসর প্রণব মিত্র চৌধুরী।

এছাড়াও অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে তাসনীম বিনতে সাইফ, চট্টগ্রাম; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শহীদুল ইসলাম শাহেদ, ঈশ্বরদী, পাবনা; সাংগঠনিক সম্পাদক হিসেবে রায়হান সুমন, রায়পুর, লক্ষ্মীপুর; প্রচার সম্পাদক হিসেবে মামুন আহমেদ, ঠাকুরগাঁও; অর্থ সম্পাদক হিসেবে শিঞ্জিনী স্নিগ্ধা কর, রাউজান, চট্টগ্রাম; দপ্তর সম্পাদক হিসেবে নিগার সুলতানা, আগ্রাবাদ, চট্টগ্রাম; সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে কিশোরগঞ্জের শেখ মোবারক হোসাইন সাদীকে মনোনীত করা হয়েছে।

এছাড়াও সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন-
১. সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক, ফেনী জেলা।
২. নাহিদা আক্তার পলি, প্রভাষক, ইংরেজি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
৩. ফাল্গুনী ত্রিপুরা ফারা, সাবেক সিনিয়র সহ-সভাপতি, লোকজ সাংস্কৃতিক সংগঠন, চবি শাখা।
৪. শিউলী বড়ুয়া, সাবেক পরামর্শক, লোকজ সাংস্কৃতিক সংগঠন।
৫. জুবায়ের হোসাইন, সাবেক তত্ত্বাবধায়ক, কুতুবদিয়া উপজেলা শাখা।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় সমূহে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তন্মধ্যে উল্লেখযোগ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম জেলা, কুতুবদিয়া উপজেলা, ঈশ্বরদী উপজেলা, রাজশাহী জেলা প্রভৃতি।


সর্বশেষ সংবাদ