ঢাবি সাংবাদিকের উপর হামলা: দুই শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি সাংবাদিকের উপর হামলা: দুই শিক্ষার্থী বহিষ্কার
ঢাবি সাংবাদিকের উপর হামলা: দুই শিক্ষার্থী বহিষ্কার  © ফাইল ফটো

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় দুজনকে ছয় মাস করে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন এ সিদ্ধান্তটি আগামী সিন্ডিকেট সভায় উঠবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাংবাদিকরা আমাদের সহযোগী। তারা বিভিন্ন কাজে ক্যাম্পাসে আমাদের সহায়তা করে। তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযোগকারীদের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্নভাবে তদন্ত করি। তদন্ত করতে গিয়ে আমরা অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করি। এতে দুজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের আমরা ছয় মাস করে বহিষ্কারের সুপারিশ করেছি।

তাদের নাম জানতে চাইলে প্রক্টর বলেন, সিদ্ধান্ত চূড়ান্ত হবে সিন্ডিকেট সভায়। চূড়ান্ত হলেই আমরা নাম প্রকাশ করব।

এছাড়াও প্রশ্নফাঁস ও জালিয়াতির দায়ে ৬৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। ৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাঁদেরকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
মহসীন হলের ঘটনায় জন্য ৪ জন, বিভিন্ন সময়ে ছিনতাই ও আদালতে মামলা হওয়ার কারণে ১৫ জনকে বহিষ্কার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ