ঢাবি ছাত্র তানভীরকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি (ভিডিও)

  © টিডিসি ফটো

সেনা সদস্যের সঙ্গে তর্কে জড়িয়ে আটক হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র তানভীর আহমেদের মুক্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় তানভীরকে অবিলম্বে মুক্তি না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন তানভীরের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্ত করার দরকার ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন দায়িত্বই পালন করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কীভাবে দায়িত্ব পালন করাতে হয় আমাদের জানা আছে।’ এসময় কারোর কাছে মাথা নত না করে তানভীরকে মুক্ত করা হবে বলেও জানান তিনি।

ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, ‘এত তুচ্ছ ঘটনায় বিসিএস পরীক্ষার্থী তানভীরের আটক হওয়ার ব্যাপারটি আমরা বুঝে আসেনা। তিনি অপরাধ করে থাকলেও তা খুবই লঘূ ছিল। অত্যন্ত অন্যায্যভাবে তাকে জেলে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ক্যাম্পাস থেকে শাহবাগে যেতে সর্বোচ্চ ২০ মিনিট লাগে। কিন্তু প্রক্টর সেখানে যাননি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে তানভীর বিসিএস পরীক্ষা দিতে পারেনি।’ এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে আহবান জানিয়ে তিনি বলেন, তানভীর মুক্তি না পেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, বার বার এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ কোন জায়গায় নিরাপদ সে প্রশ্ন করতে চাই। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সমস্যায় পড়লে সেখানে প্রক্টর কেন থাকবে না? প্রশাসন এতই নড়বড়ে হয়ে পড়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা তারা দিতে পারে না।’

কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেন বলেন, ‘তানভীরে আটকের দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এর দায় তারা এড়াতে পারে না। অনতিবিলম্বে তানভীরের মুক্তির ব্যবস্থা করতে হবে। কোন কারণ আমরা দেখতে চাই না।’

শিক্ষার্থীরা বলেন, তুচ্ছ একটি ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এভাবে ধরে কারাগারে পাঠিয়ে দেওয়া মেনে নেওয়ার মত নয়। ছাত্রদের পক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। শিক্ষকরাও ছাত্রদের প্রতি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না।

তারা বলেন, তানভীর বিসিএসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে পারেনি। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে হয়ত তিনি পরীক্ষাটি তিনি দিতে পারতেন। চেষ্টা করলে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করা যেত। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থাই নিতে পারল না। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না।

এসময় প্রক্টরিয়াল টিমের সমালোচনা করে তারা বলেন, তুচ্ছ ঘটনায়ও দেখা যায় প্রক্টরিয়াল টিম ছুটে যান। কিন্তু তানভীরের ঘটনায় তাদের কোন তৎপরতা চোখে পড়েনি। এমনকি প্রক্টর নিজেও সেখানে গিয়ে কোন উদ্যোগ নেননি।

শিক্ষার্থীরা তানভীরের দ্রুত মুক্তির ব্যবস্থা করার ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনে নামারও হুশিয়ারি দেন তারা। এছাড়া মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি

আরো পড়ুন: মুক্তি মেলেনি তানভীরের, চাপা ক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় সেনা সদস্যের সঙ্গে তর্কে জড়িয়ে আটক হন তানভীর আহমেদ। একপর্যায়ে তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

তানভির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে। ৪০তম বিসিএস পরীক্ষার প্রার্থী ছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ