০৬ অক্টোবর ২০২৫, ১৮:২৬

বাকসু নির্বাচনের জন্য তিন সদস্যের কমিটি গঠন

ববি লোগো  © টিডিসি সম্পাদিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র সংসদ গঠনের উদ্দেশ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মুহসিন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ৮ ব্যাংক থেকে ১০৪ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, আইন বিভাগের প্রভাষক ছোটন আলী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন।