লাইফ সাপোর্টে থাকা ইমেরিটাস অধ্যাপককে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে গিয়েছেন।
সোমবার (০৬ অক্টোবর) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি দেখতে যান। এসময় উপাচার্য অসুস্থ অধ্যাপকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন: ঢাবিতে যৌন হয়রানি-র্যাগিং প্রতিরোধে দুই কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের রুটিন দায়িত্বে নিয়োজিত সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, সহকারী প্রক্টর ড. শান্টু বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ তানভীর আলীসহ ল্যাবএইড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে আছেন।