ডাকসু ও হল সংসদে প্রার্থী বেশি হওয়ায় ভোট দিতে সময় লাগছে: হামিম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের প্রতি ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। তবে তিনি বলেন, প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় ভোট দিতে সময় লাগছে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট প্রদান শেষে হামিম বলেন, ‘আপনারা সকলে ভোটাধিকার প্রয়োগ করতে আসুন। গত ১৭ বছরে প্রায় সাড়ে ৪ কোটি তরুণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজকের প্রজন্মের বড় একটা অংশের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই আমার বিশ্বাস, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।’
ভোটদানের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি ভালোভাবেই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি, কেউ লাইনের বাইরে ঠেলে দেয়নি। তবে এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা অনেক বেশি, বিশেষ করে কেন্দ্রীয় সংসদে প্রায় ২১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—যার কারণে ভোট দিতে সময় লাগছে। আমার ১০ থেকে ১২ মিনিট সময় লাগছে। আমাকেও কিছুটা কষ্ট করতে হয়েছে।’
আরও পড়ুন: ডাকসুর কেন্দ্রে ভোট চাইছেন প্রার্থীরা, সরিয়ে দিলেন রিটার্নিং কর্মকর্তা
হামিম আরও বলেন, ‘তবে এসব কষ্ট সহ্য করেও আমরা যেন আমাদের প্রতিনিধি বেছে নিতে পারি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণদের এই সচেতন অংশগ্রহণই আগামীর নেতৃত্ব গড়ে তুলবে।’
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়া ১৮টি হল সংসদের ১৩টি পদে আরও এক হাজারের বেশি প্রার্থী লড়ছেন। প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর জন্য ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ এবং নিশ্ছিদ্র নিরাপত্তা।