০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২

ঢাবি ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তা, সন্দেহভাজন হলেই তল্লাশি

ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা ঢাবি ক্যাম্পাস  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসজুড়ে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ৩৪ ঘণ্টা ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, মোবাইল-ব্যাগও নিষিদ্ধ ভোটকেন্দ্রে

নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে গতকাল সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ জনসাধারণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় শুধু বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহবাগ, দোয়েল চত্বর, পলাশী, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথে থাকবে কঠোর নজরদারি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা স্বজনদের পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে পারবেন। তবে যারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বা শিক্ষার্থী নন, তারা ক্যাম্পাসে প্রবেশের প্রয়োজন হলে প্রক্টর অফিস থেকে বিশেষ নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন: ডাকসুর কেন্দ্রে ভোট চাইছেন প্রার্থীরা, সরিয়ে দিলেন রিটার্নিং কর্মকর্তা

এছাড়া, কোনো ধরনের যানবাহনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না, যদি না সেটি জরুরি সেবায় নিয়োজিত হয়। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগীবাহী গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক বা ফায়ার সার্ভিসের গাড়ি—প্রবেশের অনুমতি পাবে।

ভোটগ্রহণ প্রক্রিয়া ঘিরেও রয়েছে কঠোর নিয়মাবলী। চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটারদের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো বস্তু নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী জানিয়েছেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তায় মোতায়েন থাকবে ২,০৯৬ জন পুলিশ সদস্য। নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড, সোয়াত টিম, বিশেষায়িত বাহিনী এবং সাদা পোশাকে ডিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই।’

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি থাকছে সিসিটিভি পর্যবেক্ষণ এবং প্রশিক্ষিত পোলিং কর্মকর্তারা।’

এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৪০ হাজার। ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথে ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশাল এই ভোট কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা।