প্রচারণার শেষ দিনে ব্যস্ত ডাকসু প্রার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ও হল এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা।
বিশেষ করে কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থীরা শেষ দিনের এই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছেন। কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী সামশুদ্দৌজা নবাব বলেন, ‘যেহেতু আজকে প্রচারণার শেষ দিন, তাই ভোটারদের কাছে যে যত বেশি পৌঁছাতে পারবে, সে ততটাই এগিয়ে থাকবে। বিশেষ করে নারী শিক্ষার্থী ও অনাবাসিক শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। এর পর আর কোনো প্রকার নির্বাচনী প্রচার চালানো যাবে না।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন: ভোটকেন্দ্র ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে উপাচার্য
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ছাত্রী হলগুলোতে সংশ্লিষ্ট হলের অনাবাসিক এবং অন্যান্য ছাত্রী হলের আবাসিক ও অনাবাসিক প্রার্থীদের জন্য ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছিল।
এদিকে প্রচারণার শেষ দিন হওয়ায় ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যানার, পোস্টার, লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়সহ নানা মাধ্যমে প্রার্থীরা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজেদের অবস্থান পোক্ত করতে।