১৫ আগস্ট ২০২৫, ১১:৩৩

ঢাবির হলে হঠাৎ অসুস্থ ছাত্রী, হাসপাতালে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসমা আক্তার লিজা নামে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থী হাসপাতালে মারা গেছেন। শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বৃহস্পতিবার হলে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় তাকে।

২০১৯ -২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিজার হার্টে টিউমার ও ফুসফুসে পানি জমে গিয়েছিল। তিনি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নাটোরে।

হলের এক শিক্ষার্থী জানান, লিজা বৃহস্পতিবার দুপুরে হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হার্টে টিউমার ধরা পরে। পরে অন্য একটি মেডিকেলে শিফট করা হয়। আজ তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: চিরকুট লিখে স্ত্রী-সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

আরেক শিক্ষার্থী জানান, তার হার্টে টিউমার আর ফুসফুসে পানি জমে ছিল বলে তারা জানতে পেরেছেন। গতকাল অসুস্থ হ‌ওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. আলেয়া বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের হলের এক শিক্ষার্থী মারা গেছে। আমি হাসপাতালে সেখানেই আছি।’

দেদী আল ফরহাদ নামে এক শিক্ষার্থী জানান, বাদ জুমা তাকে ক্যাম্পাস নিয়ে আসা হবে। কেন্দ্রীয় মসজিদের জানাজা অনুষ্ঠিত হবে তার।