১৯ জুন ২০২৫, ১২:২৬

রাকসুর তফসিল ঘোষণা ৩০ জুনের মধ্যে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ  © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফশিল ৩০ জুনের মধ্যে ঘোষণা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার (১৮ জুন) রাকসু ট্রেজারারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেনের নেতৃত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এরপরই এমন তথ্য জানানো হলো।

রাকসু নির্বাচন কবে অনুষ্ঠিত হবে— তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশন গঠন করা হলেও, রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেনি কমিশন। এরই মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা জানতে চাইলে রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রাকসু নির্বাচন কমিশন আগামী ৩০ জুনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারবে বলে আশা করছি। আমাদের কার্যক্রম চলমান রয়েছে; খুব শিগগিরই সুখবর দিতে পারব।’

ডাকসু এবং জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলেও, কেন রাকসু নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হচ্ছে না— এমন প্রশ্নের জবাবে রাকসু ইসি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়মিত পরিসরেই বৈঠক করছে। আমরা আশা রাখছি, খুব শিগগিরই সুখবর দিতে পারব। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে নয়; বরং আমাদের অভিজ্ঞতাটাই যেন তারা ভবিষ্যতে নিতে পারে—এ ধরনের কনফিডেন্স নিয়েই আমাদের কমিশন কাজ করছে।’

আরও পড়ুন: কিউএস র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাবি-বুয়েট, তালিকায় আরও যেসব সরকারি বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ আরও বলেন, ‘নির্বাচনের আগে যেসব কাজ থাকে, সেগুলো আমরা শুরু করেছি ঈদের আগেই। অংশীজনদের সঙ্গে বৈঠক করার প্রক্রিয়াগুলো চলছে; প্রভোস্টদের সঙ্গেও কথা বলা শেষ হয়েছে। আগামী ২২ ও ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপসহ ছাত্রদের সাথে আমরা বসব।’