২৮ মে ২০২৫, ১৩:৪৭

‘গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা ভয়ংকর উদ্বেগজনক’

টিডিসি সম্পাদিত  © টিডিসি

গণতান্ত্রিক বাংলাদেশে ন্যায্য দাবিতে যেকোনো ব্যক্তি শান্তিপূর্ণ সভা-সমাবেশে করার অধিকার রাখেন। বিশেষ করে বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অসংখ্য প্রাণের বিনিময়ে শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সভা-সমাবেশের যে অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, তা বিঘ্নিত করে এ ধরনের হামলা ভয়ংকর উদ্বেগজনক। অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর এমন হামলায় জড়িত থাকা হতাশাজনক।

পেশাগত দায়িত্বগত পালন করার সময় সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্যের ওপর প্রকাশ্যে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে এ উদ্বেগ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

মঙ্গলবার (২৭ মে) এক যৌথ বিবৃতিতে ডুজার সভাপতি মহিউদ্দীন মুজাহিদ মাহি ও সাধারণ মাহদী হাসান ন্যক্কারজনক হামলার গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

গণমাধ্যম ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, কলেজের হল খোলার বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় ছাত্রদলে নেতাকর্মীরা এসে ব্যানার, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন এবং শিক্ষার্থীদের মারধর করেন। সে ঘটনার দৃশ্য ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ব্যাপক মারধর করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় নারী সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে হুমকি-ধমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের মে মাসের বেতন-ভাতা কবে, জানাল মাউশি

এ হামলায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আমান উল্যাহ আলভী, নারীবিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, কার্যনির্বাহী সদস্য শফিক, সদস্য আল আমিন, রাব্বির আহত হন। ন্যক্কারজনক এ হামলায় জড়িত সবাই ছাত্রদলের পদধারী নেতাকর্মী।

ডুজা নেতারা মনে করেন, গণতান্ত্রিক বাংলাদেশে ন্যায্য দাবিতে যেকোনো ব্যক্তি শান্তিপূর্ণ সভা-সমাবেশে করার অধিকার রাখেন। বিশেষ করে বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অসংখ্য প্রাণের বিনিময়ে শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সভা-সমাবেশের যে অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, তা বিঘ্নিত করে এ ধরনের হামলা ভয়ংকর উদ্বেগজনক। অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর এমন হামলায় জড়িত থাকা হতাশাজনক।

আরও পড়ুন: কারিগরি শিক্ষকদের মে মাসের বেতন-ভাত কবে, জানাল শিক্ষা অধিদপ্তর

ডুজা নেতারা আর বলেন, ‘এ ধরনের ঘটনা ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও পারস্পরিক শান্তিপূর্ণ অবস্থানের অন্তরায়। এ ছাড়া সাংবাদিক সমিতির সদস্যদের ওপর রাজনৈতক সংগঠনের এমন ন্যক্কারজনক হামলা ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পথ সুগম ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’