১৭ মে ২০২৫, ২০:১৮

ঢাবির পুনঃভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩০ শতাংশের বেশি শিক্ষার্থী

ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পুনঃভর্তি পরীক্ষা  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পুনঃভর্তি পরীক্ষায় মোট প্রার্থীদের মধ্যে ৩০ শতাংশেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। 

শনিবার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগীয় শহরে উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে হতে পারে

ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষায় অনুষদ থেকে মোট আবেদনকারী ছিল ২৭ হাজার ৮শত জন। কিন্তু আজকের পরীক্ষায় অংশ নেয় ১৯ হাজার ৩শত ৯২জন। সেই হিসেবে মোট আবেদনকারীর ৬৯ শতাংশের কিছু বেশি শিক্ষার্থী আজকের পুনঃভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে।