১৪ মে ২০২৫, ১৭:০৯

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট

সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট  © সংগৃহীত

স্থায়ীভাবে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক জরুরি মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, গণপূর্ত মন্ত্রণালয় এবং দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে এ সিদ্ধান্তে একমত পোষণ করেন।

বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, গণপূর্ত মন্ত্রণালয় এবং দক্ষিণ সিটি করপোরেশন একমত হয়েছেন যে এখন থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেট স্থায়ীভাবে বন্ধ থাকবে। আজ বিকেল থেকেই এর কাজ শুরু হবে।’

আরও পড়ুন: ঢাবিতে শোক দিবস কাল, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।