০৮ মে ২০২৫, ১২:১৬

ঢাবি শিক্ষার্থীদের নির্যাতনে দায়ী শিক্ষক-কর্মকর্তাদের বিষয়ে তথ্য চাইল কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও নির্যাতনে দায়ী শিক্ষক-কর্মকর্তাদের চিহ্নিত করতে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে তথ্য ও বক্তব্য দিতে ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও তথ্যানুসন্ধান কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য-প্রমাণ প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলে এতে জানানো হয়েছে।

তথ্যানুসন্ধান কমিটিতে তথ্য ও বক্তব্য দেওয়ার আহবান জানিয়ে জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্র-শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বিগত সরকারের সময়ে (২০০৯-২০২৪) বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মকর্তার শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিক্ষার্থীদের নির্যাতনে সহায়তার অভিযোগ খতিয়ে দেখা ও দায়ী শিক্ষক-কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে করণীয় সুপারিশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কর্তৃক একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির কাছে দেওয়ার প্রস্তাব, মন্ত্রণালয়ের না

তথ্যানুসন্ধান কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক, সুষ্ঠুভাবে তথ্যানুসন্ধানের জন্য ওপরে বর্ণিত সময়ে শিক্ষার্থী নিপীড়ন এবং বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান অথবা কমিটির কাছে বক্তব্য প্রদানে ইচ্ছুক ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সকলকে আহবান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও বক্তব্য প্রদানে আগ্রহীদের নাম, ঠিকানা তথ্যানুসন্ধান কমিটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের (প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, E-mail: registrar@du.ac.bd, Cell: 01817579778) কাছে আগামী ২২ মে’র মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে কমিটি।