জাবি ভর্তিচ্ছুদের পাশে সেবা নিয়ে ছাত্রদল-ছাত্রশিবির
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত (জীববিজ্ঞান অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে আজ শুরু হলো ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য তথ্য সেবা কেন্দ্র, মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা সেবা, গার্ডিয়ান লাউঞ্জসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল-ছাত্রশিবির।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সংগঠন দুটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে সেন্ট্রাল ফিল্ড ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সংলগ্নে হেল্প ডেস্ক বসিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করছেন।
জাবি শাখা ছাত্রদল তাদের ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছামূলক উপহার কলম, স্কেল দিচ্ছে। এছাড়াও অভিভাবক-শিক্ষার্থীদের খাবার স্যালাইন প্রদান করছেন। পাশাপাশি দেরিতে আসা পরীক্ষার্থীদের জন্য দিচ্ছে ফ্রি বাইক সার্ভিস, পরীক্ষার্থীদের জন্য করেছেন সুপেয় পানির ব্যবস্থাও।
অন্যদিকে, শাখা ছাত্রশিবির তথ্য সেবাসহ প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের। এছাড়া তারা খাবার পানি, কলম, বই ইত্যাদি প্রদান করেন শিক্ষার্থীদের এবং অভিভাবকদের জন্য করেছে আদালা বিশ্রামের ও বই পড়ার ব্যবস্থা।
সার্বিক বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দুইটি (১. মেহের চত্বর ২. রসায়ন ও পদার্থ বিজ্ঞান ভবন সংলগ্ন) সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে কলম, স্কেল, পানি, স্যালাইন ব্যবস্থা করা হয়েছে, যানবাহন সংকটের কারণে যারা পরীক্ষা কেন্দ্রে যেতে অসুবিধা হচ্ছে বাইক সার্ভিসের মাধ্যমে তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন তথ্য দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করছি আমরা।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব তাদের সেবা প্রদানের কথা জানিয়ে বলেন, ছাত্রশিবির সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভর্তি সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। ভর্তিচ্ছুদের জন্য কলম ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আবাসন ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে ভর্তিচ্ছুদের পাশে আছি আমরা। এছাড়া অভিভাবকদের বিশ্রামের জন্য আলাদা ব্যবস্থা করেছি এবং বই প্রেমীদের জন্য বই পড়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, জাবি শাখা ছাত্রশিবির চলমান ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু ও অভিভাবকদের পাশে থেকে সেবা ও সহযোগিতা অব্যাহত রাখবে।
ভর্তি পরীক্ষার্থী সুমাইয়া জান্নাত বলেন, আমি আজ সকালে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিতে আসি। আসার আগে ভাবছিলাম কীভাবে কি করবো। কিন্তু এখানে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের ভাই ও বোনেদের সহযোগিতা আমার কাছে অভূতপূর্ব মনে হয়েছে। কেউ কলম ও বই দিয়েছে, পানি দিয়েছে এবং বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেলে আমার বাবা মা সহ সবাই অনেক খুশি হবে।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুরু হয়েছে । প্রথম দিনের ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়ছেন ২৮০ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।