বাকৃবিতে বঙ্গবন্ধুর নাম ফলকে কালি লেপন

ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবরের পর থেকেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সংশ্লিষ্ট ম্যুরাল ভাঙচুর ও কিছু জায়গায় তাদের নাম পরিবর্তনও করেছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হল’ এর নামফলকের ওপর কালি লেপে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এসময় শিক্ষার্থীরা ‘ছাত্রলীগের নাম ঠিকানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে হলের নামফলক, বঙ্গবন্ধুর ছবি, এবং বঙ্গবন্ধুর বিভিন্ন উক্তির ফলক ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এরপর তারা নাম ফলক ও ছবির ওপর কালি লেপে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাকৃবির এক শিক্ষার্থী বলেন, ‘ফ্যাসিবাদী মুজিব শক্তি যাতে কখনো বাংলাদেশে মুজিববাদ কায়েম করতে না পারে, সেজন্য আমরা বঙ্গবন্ধুর সকল চিহ্ন মুছে ফেললাম।’
হলের আরেক শিক্ষার্থী জানান, ‘এই বঙ্গবন্ধু হলেই স্বৈরাচারের দোসর ছাত্রলীগ আমাদের ওপর গেস্টরুমের নামে চালিয়েছে টর্চার। আমরা চাই না, বাংলার মাটিতে ফ্যাসিবাদের কোনো অস্তিত্ব থাকুক।’
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধনে তা’মীরুল মিল্লাত ক্যাম্পাসে প্রাণবন্ত ইফতার

ক্যান্টনমেন্ট বসে ভারতের পরিকল্পনায় নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা
