জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম আজ বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট https://ju-admission.org তে প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে।
আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা প্রমুখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)। এসময় আইআইটির পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম সহজ, সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান।