ঢাবি শিক্ষার্থী প্রাপ্তি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা সহায়তা চান তার বন্ধুরা

সাজিয়া ফারহানা প্রাপ্তি
সাজিয়া ফারহানা প্রাপ্তি  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ছিলেন সাজিয়া ফারহানা প্রাপ্তি, পরে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। প্রথম বর্ষের এই শিক্ষার্থীর যখন ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্যে মেতে থাকার কথা, তখন তিনি হাসপাতালের বেডে জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াই করছেন। ব্লাড ক্যান্সারে ( লিউকেমিয়া) আক্রান্ত তিনি। বর্তমানে ভারতের টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন।

ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাপ্তির বাড়ি। ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় ও ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ পড়াশোনা করেন। তারপর ভর্তি  হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তবে এখন সবকিছুই থেমে গেছে তার। মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রাপ্তির চিকিৎসায় ইতোমধ্যে খরচ হয়েছে ২৭ লক্ষ টাকা। ডাক্তারের ভাষ্যমতে আরও কয়েকমাস সেখানে চিকিৎসা নিতে হবে। এ অবস্থায় চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

প্রাপ্তির বন্ধুরা তার চিকিৎসার ফান্ড গঠনে কাজ করছেন। ইতিমধ্যে তারা ফেসবুকে ‘ফান্ড ফর প্রাপ্তি’ পেইজ খুলেছেন। সেখানে প্রাপ্তির চিকিৎসা তহবিলের জন্য সবার কাছে আবেদন করেছেন।

নিম্নের ব্যাক অ্যাকাউন্ট ও মোবাইলের মাধ্যমে অর্থ সহায়তা করা যাবে:

Bank Account:
Account No: 3326100012525 (Sonali Bank – Her Father)

Bkash:
1. 01521550474 (Tazul – Law, 51 Batch)
2. 01751121094 (Shawon – Law, 51 Batch)
3. 01609808790 (Ghalib – Law, 51 Batch)

Nagad:
1. 01784230453 (Beacon – Law, 51 Batch)
2. 01897717424 (Thoashin – Law, 51 Batch)
3. 01797160190 (Priyonti – Law, 51 Batch)

Rocket:
1. 017223793874 (Sabbir – Law, 51 Batch)


সর্বশেষ সংবাদ