মাসিক ৫ হাজার টাকা বৃত্তি পাবে ঢাবির ১৫০ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৩১ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৩১ PM
আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীরা এই বৃত্তি পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫০ জন নিয়মিত শিক্ষার্থীকে ‘আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট’ বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে ১ বছরের জন্য মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৃত্তির জন্য ২০২৩-২০২৪ সেশনে ১ম বর্ষে ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের স্বাক্ষর ও সীলসহ আগামী ৫ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রারের অফিসের ২০৭ (খ) নং কক্ষে জমা দিতে হবে।