জাবিতে এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যান্ড মানেজমেন্ট কোর্সে মাস্টার্সে ভর্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যান্ড মানেজমেন্ট কোর্সে ১ বছর মেয়াদি ৩ সেমিস্টার এবং ৩৬ ক্রেডিটের উইকেন্ড মাস্টার্স কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে বা সরাসরি আবেদন করতে পারবেন। এই কোর্সের ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার।
আবেদনের যোগ্যতা
*চার (৪) বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে অথবা ৩ বছর মেয়াদি সম্মানের সঙ্গে ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণির নিচে বা সিজিপিএ-২ দশমিক ৫-এর নিচে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন না;
আরও পড়ুন: সাত কলেজে বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকা জমা আজকের মধ্যে
ভর্তি পরীক্ষার বিষয়
*পরিবেশগত ইস্যু (বাংলাদেশ ও বিশ্ব);
*পরিবেশ বিজ্ঞানের মৌলিক বিষয়;
*পরিবেশ আইন ও নীতি;
*পরিবেশের ওপর শিল্প কর্মকান্ডের প্রভাব;
*দৈনন্দিন বিজ্ঞান;
আরও পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
ভর্তিসম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ
*আবেদনপত্র ডাউনলোডের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর (সকাল ১০টা);
*ভর্তি পরীক্ষা: ২৭ সেপ্টেম্বর (সকাল ১০টা);
*ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ২৮ সেপ্টেম্বর;
*মেধাতালিকা থেকে ভর্তি: ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর;
*অপেক্ষমান তালিকা থেকে ভর্তি: ২ এবং ৩ অক্টোবর;
*ওরিয়েন্টেশন: ৪ অক্টোবর (শুক্রবার);
অনলাইনে আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে চাইলে এখানে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনপদ্ধতি ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।