ভিসির অনুমতিক্রমে ঢাবির মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে: পুলিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৫:৪৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৪, ০৫:৫৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বুধবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৪টায় এ সংঘর্ষ শুরু হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এসময় শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়তে থাকেন।
ঘটনাস্থলে পুলিশের ছোড়া রাবার বুলেটের এক শিক্ষার্থী আহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম আব্দুল হান্নান মাসুদ। তিনি স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী বলে জানা গেছে।
শিক্ষার্থীরা মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নিয়েছেন। আর বিপুলসংখ্যক পুলিশ উপাচার্যের বাসভবনের কাছে অবস্থান নিয়েছে।
শিক্ষার্থীদের মিছিলে হামলা চালানোর বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ভিসির বাসভবন ও আশপাশের নিরাপত্তার স্বার্থে ভিসির অনুমতিক্রমে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে।
অপর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গায়েবানা জানাজা শেষে তাঁরা শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করেন। সেখানে পুলিশ হামলা চালায়।