ঢাবিতে পুলিশের ধাওয়া-টিয়ারশেল নিক্ষেপ আন্দোলনকারীদের

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের টিয়ারশেল ও সাউন গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। প্রথমে ধাওয়া দিয়ে এবং এরপর টিয়ারশেল ছুড়ে তাদের অবস্থান থেকে হটিয়ে দেওয়া হয়। বুধবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৪টার পর এ ঘটনা ঘটে।

জানা যায়, উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা কর্মসূচির পর কফিন মিছিল শুরু করেন কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে পুলিশ তাদের বাধা দিলে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।

তখন শিক্ষার্থীরা ভিসি চত্বর থেকে টিএসসির দিকে সরে এসে রাজু ভাস্কর্যের পাশে অবস্থান নেয়। এরপর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়।


সর্বশেষ সংবাদ