ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ছত্রভঙ্গ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৪, ০৫:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন কোটা আন্দোলনকারীরা। তবে পুলিশের টিয়ারশেল ও সাউন গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যান তারা। বুধবার বিকালে তাদের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা যায়। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল খালি করে দেওয়ার নির্দেশের পর অনেক শিক্ষার্থীকেই ব্যাগ নিয়ে ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে।
আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার পর থেকে ভিসি চত্বরে জড়ো হচ্ছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশের পরও তারা হল ছাড়বেন না বলে জানান সেখানে। পুলিশ বা বিজিবি এসময় তাদের বাধা দেয়নি। তবে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায় তাদের।
পরে বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা ভিসি চত্বরে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের উদ্দেশে গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে তারা সমবেত হয়ে টিএসসির দিকে এগোনোর চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
কিছুক্ষণ পর আন্দোলনকারীরা আবার ভিসি চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
এদিকে বিভিন্ন হল থেকে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাগ নিয়ে বের হয়ে আসতে দেখা যায়। নিরাপত্তার কথা চিন্তা করে হল ছেড়ে দিচ্ছেন বলে জানান তাদের অনেকে।