আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে জাবি-ঢাবিতে আহত ৫ সাংবাদিক

  © সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) খবর সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত ৫ সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। 

জানা যায়, সোমবার (১৫ জুলাই) রাত ১২টার দিকে জাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের চার সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। 

আহত চার সাংবাদিক হলেন- বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী মামুন, দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুর রহমান সার্জিল, দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম ও বাংলাদেশ টুডের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জোবায়ের ইসলাম।

এদিকে আজ মঙ্গলবার (১৬ জুলাই) ঢাবি ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহত হন দৈনিক জনকণ্ঠের ঢাবি প্রতিনিধি মোতাহার হোসেন। 

এ বিষয়ে মোতাহার হোসেন জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনারে অবস্থানকালে প্রক্টররা পরিদর্শনে গেলে কিছু অতি উত্তেজিত আন্দোলনকারীরা তাদের উপর হামলা করতে আসে। তখন আমি স্যারকে বাঁচাতে গেলে একজন আমার হাতে আঘাত করে।    

 

সর্বশেষ সংবাদ