এক ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা আন্দোলনকারীরা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ১২ জুলাই ২০২৪, ০৬:৫৭ PM
এক ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় থেকে সরে গেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে আগামীকাল শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান সমন্বয়করা।
বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার বলেন, শনিবার সব বিশ্ববিদ্যালয় ও জেলায় অনলাইন-অফলাইনে প্রতিনিধি বৈঠক হবে। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিকেল ৫টার পর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে রাজধানী শাহবাগের গুরুত্বপূর্ণ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীরা ‘কুবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।