শিক্ষার্থীদের রায় রাজপথে জানান দিবে

  © সংগৃহীত

কোটার বিরুদ্ধে আন্দোলনরত একাধিক শিক্ষার্থী বলেন, কোটার বিরুদ্ধে হাইকোর্টের রায় কোর্ট বহাল রেখেছে। শিক্ষার্থীদের রায় শিক্ষার্থীরা রাজপথে জানান দিবে। শুনানি না হওয়ায় কোটা পুনর্বহাল রয়ে যায়। এরপর বিক্ষুব্ধ একাধিক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা বলেন।

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশসহ মোট ৫৬ শতাংশ কোটার বিরুদ্ধে তীব্র আন্দোলনরত শিক্ষার্থীদের একমাত্র আশার প্রতীক ছিলো আজকের আপিল বিভাগের রায়। কিন্তু কোটার বিষয়ে আজ কোর্ট কোনো রায় না দেওয়ায় এখনও পর্যন্ত সরকারি চাকরিতে কোটা বহাল রয়েছে। এতে করে শিক্ষার্থীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

গতকালের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা মিছিল করছে। আজকের আন্দোলন গত সকল আন্দোলনের থেকে তীব্রতর হতে পারে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী রিফাত রশিদ বলেন, হাইকোর্টের রায় তো সবাই দেখলো এবার শিক্ষার্থীদের রায় দেবার পালা। 

আন্দোলনরত এক নারী শিক্ষার্থী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ মোড়ে অবস্থান করবো। আজকে আমরা এখানে এক দুই ঘন্টার জন্য আসিনি। আজকে আমরা দীর্ঘ সময়ের জন্য আন্দোলনে জড়ো হয়েছি। 


সর্বশেষ সংবাদ