ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসবেন প্রাক্তন ছাত্রী শিরীন শারমিন চৌধুরী 

স্পিকার শিরীন শারমিন চৌধুরী
স্পিকার শিরীন শারমিন চৌধুরী  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার (১ জুলাই) নানা অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আগামীকাল ঢাবিতে আসছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের প্রাক্তন ছাত্রী।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই কয়েকটি কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল সকাল সাড়ে  ৯ টায় হলসমূহ থেকে শোভাযাত্রা সহকারে বিশ্ববিদ্যালয় স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা। এরপর ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে স্মৃতি চিরন্তন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্বরে গমন করবে তারা।

১০টায় পায়রা চত্বরে, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন, পায়রা, বেলুন ও ফেস্টুন উড়ানো, কেক কাটা এবং সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত, বিশ্ববিদ্যালয়ের থিম সং ও অন্য একটি সংগীত পরিবেশনা করা হবে। এরপর সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা ও 'ঢাকা বিশ্ববিদ্যালয়, ইতিহাস ও ঐতিহ্য' শীর্ষক গ্রন্থের ২য় খণ্ডের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে টিএসসির মিলনায়তনে। আলোচনার সভার প্রতিপাদ্য বিষয় হলো তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শীতেশচন্দ্র বাছার ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।


সর্বশেষ সংবাদ