ঢাবির শেষ ধাপের মনোনয়ন প্রকাশ, জানা গেল ক্লাস শুরুর তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য শেষ ধাপের মনোনয়ন প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। এ ধাপে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের আগামী ৭-৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটে কাগজপত্র জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকল ইউনিটে চূড়ান্ত বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। যারা নতুন করে বিষয় পেয়েছেন তারা ইউনিট অফিসের নোটিশে উল্লেখিত তারিখ (৭ অথবা ৮ জুন) ও সময় অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিটে হাজির হয়ে মূল মার্কশীট জমা দেবেন।

মনোনয়নপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের আগামী ১০-১২ জুনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শেষ ধাপের মনোনয়নের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। ভর্তি প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরুর প্রস্তুতি রয়েছে।


সর্বশেষ সংবাদ