২২ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

আসন্ন ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২২ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এ ছুটি।

রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ৩০ মে থেকে ২০ জুন পর্যন্ত ২২ দিন ক্লাস ছুটি থাকবে। 

তবে গ্রীষ্মকালীন ছুটিতে অফিস বন্ধ থাকবে ৩০ মে  থেকে ৪ জুন পর্যন্ত মোট ৬ দিন। এছাড়া ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত মোট ৮ দিন অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে ২০ জুন থেকে ক্লাস ও অফিসের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।

আরও পড়ুন: টানা ২৬ দিনের ছুটিতে শাবিপ্রবি, খোলা থাকবে হল

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আযহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট। সংস্থাটি বলেছে, আগামী ৭ জুন চলতি হিজরি সন ১৪৪৫ এর জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে আগামী ১৬ জুন (রবিবার) মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা উদযাপিত হতে পারে। 

 

সর্বশেষ সংবাদ