রাবিতে শারীরিক প্রতিবন্ধী কোটার সাক্ষাৎকার ২৫ মে
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ মে ২০২৪, ১১:৫৪ PM , আপডেট: ১৫ মে ২০২৪, ১১:৫৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শারীরিক প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ মে) রাতে শারীরিক প্রতিবন্ধী নির্বাচন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ড. মো. তরিবুর রহমান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে শারীরিক প্রতিবন্ধী কোটায় ১ম বর্ষ স্নাতক (সম্মান)/ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় পাস নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্বাচনী সাক্ষাৎকার আগামী ২৫ মে (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসকের কক্ষে অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচন কমিটির সভায় নির্বাচনী সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত সকল প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র অথবা নম্বরপত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড, পরিদর্শক কর্তৃক স্বাক্ষরকৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধীর সনদপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।
উল্লেখ্য, প্রাথমিকভাবে নির্বাচিত কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকারে কেবল একবার সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd-এ পাওয়া যাবে।