চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাসও অনলাইনে, পরীক্ষা সশরীরে

  © ফাইল ছবি

তীব্র তাপদাহের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাসও অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষা সশরীরেই হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের অন্যতম বাহন শাটল ট্রেন ও শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বাস নিয়মিত সূচিতে চলবে।

রবিবার এক জরুরি সভা শেষে এসব সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেলা তিনটায় উপাচার্যের সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, অফিস খোলা থাকবে। শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর আগে দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাসও অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে পরীক্ষা সশরীরেই হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল।


সর্বশেষ সংবাদ