চবিতে হোপস এর নতুন কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৪, ০৮:২৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাউস অব পলিটিক্যাল সায়েন্স(হোপস)-র আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. ফয়সাল মিয়া ও একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহিদা মাহমুদ আরিয়ানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) হোপসের সভাপতি মো. ফয়সাল মিয়া ও সাধারণ সম্পাদক তাওহিদা মাহমুদ আরিয়ান কে নির্বাচন কমিশন কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগের কমিটির হোপসের সদ্য সাবেক সভাপতি আবু নাসের মোল্লা ও সাধারণ সম্পাদক জেবা হুমায়রা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটিতে সহ-সভাপতি জাহিদুল ইসলাম, আবু নাঈমকে যুগ্ম-সাধারণ সম্পাদক, আহাম্মেদ মেহেদীকে সাংগঠনিক সম্পাদক ও রিফাহ নানজীবা প্রমিকে যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এসময় তাদের আগামী দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।
সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. ফয়সাল মিয়া বলেন, ‘চবির ঐতিহ্যবাহী রাজনীতি বিজ্ঞান বিভাগের একমাত্র সংগঠন হোপসকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।পাশাপাশি সংগঠনের উত্তরোত্তর উন্নয়নে সবার সার্বিক সহযোগিতা কাম্য।’
সাধারণ সম্পাদক তাওহিদা মাহমুদ আরিয়ান বলেন, ‘নেতৃত্ব নামক গুণকে শান দেয়ার নিমিত্তে হোপসের দীর্ঘ এক বছর একনিষ্ঠভাবে কাজ করে যেতে চাই।’
উল্লেখ্য, ‘আমরা নেতৃত্ব চর্চা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত হয় হোপস। তরুণ প্রজন্মকে ক্যারিয়ার ভিত্তিক পরামর্শ প্রদান, বিভিন্ন সভা,সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।