১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫

চবির দুই শিক্ষকের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ

সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া ও সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন বলে তারা জানিয়েছেন। একইসঙ্গে অন্য ‍দুই প্রশাসনিক পদ থেকেও পদত্যাগ করেছেন তারা। তবে এর সুনির্দিষ্ট কারণ তারা জানাননি।

পদত্যাগ করা দুই শিক্ষকের একজন হলেন- সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক এবং সহকারী প্রক্টর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম। অপরজন সহকারী প্রক্টর এবং চাকসু কেন্দ্রের বরিষ্ঠ সহকারী পরিচালক পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া।

আরো পড়ুন: রাবির চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে রাতে

তারা রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর আজ রোববার (১১ ফেব্রুয়ারি) এ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, আমরা দুজনের পদত্যাগের চিঠি পেয়ছি। তাঁরা যৌক্তিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। কর্তৃপক্ষ তাদের চিঠি গ্রহণ করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী ও ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় চলমান আন্দোলনের মধ্যে এ ধরনের সিদ্ধান্তের কথা জানালেন দুই শিক্ষক।

এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম বলেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। অন্য কোনো কারণ নেই। সহকারী প্রক্টর অরুপ বড়ুয়াও একই কথা বলেন।