স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৫ AM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫১ AM
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানকে সংগঠনটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (০৪ ফেব্রুয়ারি) শাখা ছাত্রলীগের আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনের নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই।
এতে বলা হয়, সম্প্রতি নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমানকে (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো।
আরও পড়ুন: হলে স্বামীকে আটকে জাবির জঙ্গলে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ
একই সাথে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হয়েছে বলেও শাখা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘‘মোস্তাফিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে।’’
এর আগে, শনিবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে হল সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রাত থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ধর্ষণের ঘটনায় অপর অভিযুক্ত মামুন পলাতক রয়েছেন বলে জানা গেছে।