রাবিতে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু কাল 

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী শৈত্যোৎসব ও পিঠা-পুলি মেলা শুরু আগামীকাল থেকে। মেলাটি চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। 'শীতের আমেজে পিঠার গন্ধে, বাউল মাতে মন-আনন্দে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাউলিয়ানার আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ পিঠা-পুলি উৎসব। 

বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে তারা জানান, আগামীকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসির) সামনে মেলাটির উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. গোলাম সাব্বির সাত্তার। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত থাকবেন ক্যাম্পাস বাউলিয়ানার সদস্যবৃন্দ। 

সংবাদ সম্মেলনে ক্যাম্পাস বাউলিয়ানার কো-ফাউন্ডার কে. এস. কে. হৃদয় বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা এ উৎসব পালন করে আসছি। ক্যাম্পাস বাউলিয়ানা সবসময় মূলধারার গানকে ভালোবেসে এবং লোকগানকে নান্দনিক রূপ দিতে চেষ্টা করে। শীতের আবেশে নানা রকম পিঠা মানুষকে প্রাণোচ্ছল করে। তাই সকল সাধারণ মানুষকে শীতের আমেজ পৌঁছাতে আমরা এ উৎসবের আয়োজন করছি। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের গানের দল 'ক্যাম্পাস বাউলিয়ানা'-এর আয়োজনে উৎসবের সার্বিক সহযোগিতায় আছেন রিয়েল স্টার প্রোপার্টিজ লিমিটেড। এছাড়াও আছেন হাস পাগল ও জেসিআই রাজশাহী।  


সর্বশেষ সংবাদ