রাবিতে সিট বাণিজ্যের ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১১:১৫ AM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ১১:১৮ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের সিট বাণিজ্যের ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী দুই কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আবুল বাশার আহম্মেদ ও মনু চন্দ্র মোহন দেব বর্মন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শহীদ শামসুজ্জোহা হলের সিট নিয়ে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে এক অডিও কল ফাসঁ হয়। সেখানে সিট বাণিজ্যের বিষয়টি উঠে আসে।