ভ্রাম্যমাণ দোকানপাট সরাতে রাবি প্রশাসনের মাইকিং

ভ্রাম্যমাণ দোকানপাট সরাতে রাবি প্রশাসনের মাইকিং
ভ্রাম্যমাণ দোকানপাট সরাতে রাবি প্রশাসনের মাইকিং  © টিডিসি ফটো

পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট আগামীকালের (২৫ জানুয়ারি) মধ্যে সরিয়ে ফেলতে মাইকিং করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে ভ্রাম্যমাণ দোকানপাট না সরালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে এসব দোকানপাট উচ্ছেদ করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় প্রশাসনের নির্দেশে পুরো বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে মাইকিং করতে দেখা যায় স্টেট দপ্তরের অফিস সহকারী মো. আমিরুল ইসলাম মিঠুকে।

স্টেট দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অনেক দোকানপাট গড়ে উঠেছে যার অধিকাংশ দোকানই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেয়নি। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেট, ইবলিশ চত্বর ও বিজ্ঞান ভবনগুলোর আশেপাশে এবং মেয়েদের হল, টুকিটাকি চত্বর, ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবন, মমতাজ উদ্দিন কলা ভবন, শহীদুল্লাহ্ কলা ভবন, ডিন’স কমপ্লেক্স, কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম ও আমতলাসহ বিভিন্ন পয়েন্টের সামনে অসংখ্য অবৈধ দোকান গড়ে উঠেছে।

আরও পড়ুন: আন্দোলনকারীদের দাবি মানেনি কর্তৃপক্ষ, সারাদেশে ব্র্যাক বয়কটের ডাক

কর্তৃপক্ষ বলছে, অবৈধভাবে অসংখ্য দোকানপাট গড়ে ওঠায় শিক্ষার পরিবেশকে যেমন ব্যাহত করছে তেমনি পরিবেশও নষ্ট হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল ২৫ জানুয়ারি বিকাল ৪টার মধ্যে ক্যাম্পাসের অস্থায়ী দোকানপাট সরিয়ে ফেলতে বিশ্ববিদ্যালয়ের নির্দেশে মাইকিং করছেন তারা।

মাইকিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে অবাধে যত্রতত্র দোকানপাট গড়ে উঠেছে যা ক্যাম্পাসের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সেগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসের সৌন্দর্য সংরক্ষণে দোকানপাট বসানোর জন্য বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করেছে প্রশাসন। স্থায়ী দোকানপাটের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করে অনুমতি নিয়ে সেগুলোতে দোকানিরা বসতে পারবে বলে জানান তিনি। 


সর্বশেষ সংবাদ