ঢাবি ভর্তির আবেদন জটিলতায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন চলছে। কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে পাশ করা শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারছে না বলে অভিযোগ পাওয়া গিয়েছে। প্রতিষ্ঠানটি থেকে পাশ করা কয়েকজন শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে এ অভিযোগ করেছেন। 

এবার ঢাবিতে চার ইউনিটে মোট ৫ হাজার ৯৬৫ আসনে ভর্তি নেওয়া হবে। গত ১৮ ডিসেম্বর দুপুর থেকে আবেদন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এই আবেদন কার্যক্রম শেষ হবে আগামী ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে। আজ ২ জানুয়ারি পর্যন্ত প্রায় সোয়া দুই লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। এখন পর্যন্ত আসনপ্রতি প্রায় ৩৭টি আবেদন পড়েছে বলে জানা গেছে।

এদিকে আবেদনের জটিলতার বিষয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তিনি ২০২১ সালে বাউবি থেকে এসএসসি পাশ করেন পরে কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাশ করেন। ২৯ ডিসেম্বর তিনি ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ আবেদন করতে যান। সে সময় রোল নাম্বার সাবমিট দিলে বলা হচ্ছে, এ রোল নাম্বারের তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। 

তিনি আরো বলেন, ওয়েবসাইটে একটা অপশন ছিল এমন যে, কোনো সমস্যা হলে এই অপশনে সমস্যা জানাতে। সেখানে সমস্যা সম্পর্কে জানালে তারা ১২ ঘন্টার মধ্যে যোগাযোগ করবে জানায়। কিন্তু সময় পার হলেও আর যোগাযোগ করেনি। এছাড়াও হেল্প ডেস্ক এর বিভিন্ন নাম্বার দেওয়া থাকলেও সেগুলোতে কল দেওয়া হলেও কেউ কল রিসিভ করে না। আমি ঢাকার বাহিরে থাকি। সরাসরি গিয়ে সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। আমরা এ সমস্যার সমাধান চাই। 

জানতে চাইলে ঢাবি অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাউবি থেকে যারা রেগুলার পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের সমস্যা হওয়ার কথা নয়। কয়দিন আগে আমরা সিস্টেম আপডেট করেছি। আর যদি কেউ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে রেগুলার এসএসসি না করেন অন্য উইন্ডো থেকে পাশ করেন  তাহলে তারা আবেদন করতে পারবে না। 

ফোন না ধরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন হাজারের উপরে ফোন আসে। অফিসে লোকজন সীমিত হওয়ার কারণে ফোন রিসিভ করা সম্ভব হয় না। তিনি শিক্ষার্থীদের ইমেইলে যোগাযোগের পরামর্শ দেন।  

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে আসন আছে এক হাজার ৮৫১টি। এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি এবং চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি।


সর্বশেষ সংবাদ