ভূমিকম্প আতঙ্কে হল থেকে লাফিয়ে পড়েন ঢাবি ছাত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভূমিকম্প আতঙ্কে হলের তৃতীয় তলা থেকে লাফিয়ে বাঁচার চেষ্টা করেছেন। তীব্র কম্পনের ফলে ভয়ে তিনি লাফিয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন। শনিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক ওই শিক্ষার্থীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
হলের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পের সময় ঘুমিয়ে ছিলেন ওই শিক্ষার্থী। পরে ভূমিকম্প অনুভূত হলে তিন তলা থেকে লাফ দিয়ে দ্বিতীয় তলার বারান্দায় পড়ে যান। এ কারণে তেমন সমস্যা হয়নি।
এদিন সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা জানান, ভূমিকম্প শুরু হলে সবাই কক্ষ থেকে বেরিয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। এর মধ্যেই হলের তৃতীয় তলা থেকে একজন শিক্ষার্থী লাফিয়ে পড়েন।
আরও পড়ুন: ভূমিকম্পের সময় করণীয়
আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক বলেন, এদিনের ভূমিকম্পে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের মাত্রা উৎপত্তিস্থলে ৫ দশমিক ৫। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। এতে কেউ হতাহত হওয়া বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।