এবার ভবন নির্মাণের দাবিতে জাবি আইবিএ শিক্ষার্থীদের বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ক্লাসরুম সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১০টায় সমাজবিজ্ঞান ভবনের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় শিক্ষার্থীরা ‘আইবিএ ভবনের কাজ বন্ধ করা চলবে না’, ‘অবিলম্বে আইবিএ ভবন নির্মাণ কর’, ‘ভবন চাই ভবন চাই-আইবিএ ভবন চাই’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গত বুধবার (১ নভেম্বর) ভবন নির্মাণের উদ্দেশ্যে গাছ কাটা হলে কাজ বন্ধ করে দেয় প্রগতিশীল শিক্ষার্থীরা। এছাড়া বৃহস্পতিবার দিনভর ছাত্র ইউনিয়নের একাংশের নেতৃত্বে দিনভর প্রশাসনিক ভবন অবরোধ করে রাখলে উপাচার্য জানান তিনি এ নির্মাণ কাজের কিছুই জানেন না।
আরও পড়ুন: দায়িত্ব নিলেন ঢাবির ২৯তম উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল
ইনস্টিটিউটের জন্য নিজস্ব ভবন নির্মাণ অত্যন্ত জরুরি দাবি বলে মনে করেন আইবিএর পরিচালক অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম। তিনি বলেন, আমাদের শ্রেণিকক্ষ এবং শিক্ষকদের কক্ষের সংকট আছে। দীর্ঘদিন ধরে প্রশাসনকে এটা জানিয়ে আসছি। প্রশাসন আমাদের এই জায়গা নির্ধারণ করে দিয়েছে। ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে।