হাতিয়ার ঢাবি পড়ুয়াদের দ্বীপতরী'র নেতৃত্বে লালন-রাহাদ

সভাপতি আনোয়ার হোসেন লালন ও সাধারণ সম্পাদক মো. রাহাদ উদ্দিন
সভাপতি আনোয়ার হোসেন লালন ও সাধারণ সম্পাদক মো. রাহাদ উদ্দিন  © সংগৃহীত

নোয়াখালী জেলার অন্তর্গত দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন "দ্বীপতরী" এর নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনোয়ার হোসেন লালন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাহাদ উদ্দিন। 

শুক্রবার আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন সংগঠনের আহ্বায়ক নেওয়াজ শরীফ ওয়াজেদ, সদস্য সচিব মুশফিকুর রহমান ফয়সাল, উপদেষ্টা ইয়াসিন আরাফাত নোমান, আশিকুল ইসলাম জয় ও নাসরুল্লাহ ফাহাদ।

"দ্বীপের বন্ধনে, ঢাবির প্রাঙ্গণে" স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত সংগঠনটির নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, আনিস মাহমুদ সাকিব, মো. জিহাদ, আজমির হোসেন, সারোয়ার হোসেন, ইভান মজুমদার, আজিমুশশান মাহির, সানজিদা পারভিন রাহী, আব্দুল হান্নান মাসুদ, এ এন এম মুহসীন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুর রব নাসিম, অর্নব সোম, মেহের আফরোজ, আফসার উদ্দিন, মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রায়হান উদ্দিন লিয়ন, তাওফিকুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, মুশফিকা ইকফাত মিতু, সুমাইয়া জাহান প্রমা।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন সৈকত, অর্থ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মো. শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আল আমিন কাজল, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক, তাহমিদ তাজওয়ার হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহি মুনতাহা, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউনুস শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সায়েম উদ্দিন, শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক, ফাতেমা তুজ জোহরা শর্মি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসনুভা মুসাররাত, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক উপসম্পাদক কানিজ ফাতেমা, কার্যনির্বাহী সদস্য তামীম ফরাজী, রফিউল আমিন রাফি, মাসুম বিল্লাহ।

উল্লেখ্য, ২০১২ সালে সর্বপ্রথম "সাগর কন্যা" খ্যাত দ্বীপ হাতিয়া থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উচ্চা শিক্ষার ব্যাপারে উৎসাহ তৈরি, এবং হাতিয়ার শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে "দ্বীপ তরী" সংগঠনের যাত্রা শুরু হয়। আরাফাত আল হোসাইনী ও আবু বকর সিদ্দিকের নেতৃত্বে যাত্রা শুরু হওয়া সংগঠনটি কালের বিবর্তনে নিষ্ক্রিয় হয়ে যায়। মাঝে ২০১৪ সালে সংগঠনটির আরো একটি কমিটির তথ্য জানা যায়। ওই কমিটির সভাপতি ছিলেন শহীদুল ইসলাম (শিমুল) ও সাধারণ সম্পাদক ছিলেন মু. সমির উদ্দীন। অতঃপর দীর্ঘদিন ধরে সংগঠনটির কার্যক্রম থেমে থাকে। দীর্ঘদিনের এই বন্ধ্যাত্ব ঘুচে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সংগঠনকে গতিশীল করতে শুক্রবার লালন-রাহাদের নেতৃত্বে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। 


সর্বশেষ সংবাদ