ঢাবিতে ‘যমুনা’র নেতৃত্বে হেদায়েত-বাশার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন (যমুনা)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো: হেদায়েতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো খায়রুল বাশার । তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
আরও পড়ুন: ঢাবির চতুর্থ মনোনয়ন ও মাইগ্রেশন তালিকা প্রকাশ সোমবার
গত শুক্রবার সংগঠনের সাবেক সভাপতি মোল্লা আবু শামীম ও সাধারণ সম্পাদক মো.জাহিদুল আলম (নয়ন) এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।
সাবেক সভাপতি মোল্লা আবু শামীম বলেন, আমরা আশাবাদী নবগঠিত এ কমিটি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি মো: হেদায়েতুল ইসলাম বলেন, আমাদের ওপর আস্থা রেখে সকলের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইয়েরা যে দায়িত্ব অর্পন করেছেন আমি সর্বাত্মক চেষ্টা করব শতভাগ নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করতে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সকলের একাত্ম অংশগ্রহণে যমুনাকে আরো এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজগঞ্জের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে।