উপাচার্যের কাছে বিচার দাবি

রাবিতে বিভাগের সভাপতির আঘাতে রক্তাক্ত সহকর্মী শিক্ষক!

আঘাতে ড. মো. সামিউল ইসলামের হাত কেটে যায়
আঘাতে ড. মো. সামিউল ইসলামের হাত কেটে যায়  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আতাউর রহমানের বিরুদ্ধে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সামিউল ইসলাম। মঙ্গলবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষক। 

অভিযোগপত্রে বলা হয়, মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯টায় ২০২২ সালের এম.এ পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. হোছাইন আহমদ কামালীর ব্যক্তিগত চেম্বারে (সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, রুম নম্বর ৪১৪) পরীক্ষা কমিটির সভা হওয়ার কথা ছিল। কিন্তু বিভাগীয় সভাপতি অধ্যাপক আতাউর রহমান ৪১৪ নম্বর কক্ষের পরিবর্তে বিভাগীয় সভাপতির কক্ষে পরীক্ষা কমিটির সভাটি করাতে চান। আমি পরীক্ষা কমিটির সভাপতিকে পূর্ব নির্ধারিত কক্ষে মিটিংটি করার কথা বললে, বিভাগীয় সভাপতি ধমকের সাথে আমাকে উদ্দেশ্য করে বলেন, পরীক্ষা কমিটির সভা আমার কক্ষে এবং আমার সামনেই হবে। আমি পরীক্ষা কমিটির সভাপতির সাথে কথা বলছি আপনার সাথে নয়। এ কথা বললে, একপর্যায়ে তিনি আমার সাথে তুই-তাকারি, হুমকি-ধামকিসহ মারমুখী আচরণ করে আমার ডান হাতে উপর থেকে আঘাত করেন। তখন আমি হাতে থাকা চায়ের কাপসহ টেবিলে আঘাতপ্রাপ্ত হই। ফলে আমার আঙ্গুল কেটে রক্ত ঝরতে থাকে। 

অভিযোগপত্রে আরও বলা হয়, সভাপতির মতো দায়িত্বশীল পদে থেকে তাঁর এমন আচরণে আমি অত্যন্ত মর্মাহত এবং শঙ্কিতও। বরাবরই তিনি শিক্ষকদের সাথে এমন অসদাচারণ করে আসছেন। 

ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সভায় উপস্থিত থাকা পরীক্ষা কমিটির সদস্য ও উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাররম হোসেন মণ্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকাল সকালে আমার উপস্থিতিতে এমন ঘটনা ঘটেছে। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. আতাউর রহমান প্রতিনিয়তই সহকর্মীদের সাথে এমন অসদাচরণ করে আসছেন। তিনি পরীক্ষা কমিটির সদস্য না হওয়া সত্ত্বেও অযাচিতভাবে পরীক্ষা কমিটির সভায় উপস্থিত হয়ে ড. মো. সামিউল ইসলামের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করেছেন। যা একজন সহকর্মীর কাছ থেকে মোটেও কাম্য নয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, লিখিত অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না। তবে গতকাল এম.এ পরীক্ষা কমিটির একটি মিটিং ছিল। কমিটির সভাপতি অধ্যাপক ড. হোছাইন আহমদ কামালী আমার কার্যালয়ে মিটিংটি করার জন্য আবেদন করেন। আমি মিটিং করতে দিয়ে বাহিরে চলে যাচ্ছি বললে এটা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ড. মো. সামিউল ইসলাম নিজের হাতে থাকা চায়ের কাপ-পিরিচ টেবিলে সজোরে আঘাত করেন। এতে কাপ-পিরিচ ভেঙ্গে তার হাত কেটে যায়। আমার আঘাতে তার হাত কাটেনি বরং আমাকে আক্রমণ করতে গিয়ে নিজে নিজেই আঘাত পেয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence