ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তির কোটায় সাক্ষাৎকার আজ

ঢাবির ভর্তি পরীক্ষা
ঢাবির ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ভর্তির সাক্ষাৎকার আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত হবে। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের ভর্তিচ্ছু সব কোটার শিক্ষার্থীদের (যারা ডিন অফিসে কোটায় আবেদন করেছে) এ সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনিদের সাক্ষাৎকার সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আর উপজাতি/ক্ষুদ্র-নৃগোষ্ঠি, দলিত/হরিজন, ওয়ার্ড এবং প্রতিবন্ধিদের (দৃষ্টি/বাক/শ্রবণ/শারীরিক/নিউরোডেভেলপন্টোল ডিজঅর্ডারস) সাক্ষাৎকার হবে সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত।

সাক্ষাৎকারের সময়ে যা আনতে হবে:

১. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।

২. ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত Subject Choice Form-এর শিক্ষার্থীর স্বাক্ষরসহ এক কপি।

৩. এস.এস.সি ও এইচ.এস.সি. পরীক্ষার মূল গ্রেডশিট।

৪. মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বাবা বা মায়ের সঙ্গে আসতে হবে। (সন্তানের ক্ষেত্রে বাবা, নানার ক্ষেত্রে মা ও দাদার ক্ষেত্রে বাবা অবশ্যই সঙ্গে আসতে হবে)। মুক্তিযোদ্ধার সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

৫. ওয়ার্ড কোটার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ/ ইনস্টিটিউট/ অফিসের চেয়ারম্যান/পরিচালক/অফিস প্রধানের প্রত্যয়নপত্র।

৬. উপজাতি/ ক্ষুদ্র-নৃগোষ্ঠি কোটার ক্ষেত্রে আদিবাসী প্রধান/জেলা প্রশাসকের সনদপত্র।

৭. প্রতিবন্ধি (দৃষ্টি/বাক/শ্রবণ/শারীরিক/নিউরো ডেভেলপন্টোল ডিজঅর্ডারস) কোটায় প্রার্থীদের যথাযথতার সনদপত্র (বিশেষজ্ঞ ডাক্তারের সনদপত্র)।

৮.দলিত/হরিজন সম্প্রদায়ের সংগঠন-প্রধানের সনদপত্র।

সাক্ষাৎকারে মূল গ্রেডশিট জমা রাখা হবে। মূল গ্রেডশিট জমা দেয়ার পূর্বে অবশ্যই একাধিক ফটোকপি নিজের কাছে রাখতে হবে। এই গ্রেডশিট শুধু যাচাই-বাচাই-এর জন্য গ্রহণ করা হবে এবং বিষয় বন্টনের পর যারা বিভাগ পাবে না, তারা জমাকৃত গ্রেডশিট ডিন অফিস হতে ফেরৎ নিয়ে যাবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ